(কবিগুরুর মহাপ্রয়াণ দিবসে স্মরণ)
***********************
রবি'র দ্বারে গিয়ে কিছু
আলো চাইলাম ধার
বলল রবি মানুষ-ইতো
সব আলোর আধার!
তাঁদের কাছে দুহাত পাতো
করো তাঁদের ভজন
মানুষের-ই মেলায় সকল
আলোর আয়োজন।
************************
৬ আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ।