"""'''''''''''''''''''''''''''''""""""""""

অর্থকড়ি বেশ ও ভূষায়
ভাবটা খুবই দরকারি
সবাই জানে আদতে সে
ছিলেন আদার ব্যাপারী!

এখন এসব ব্যাপারীরা
খোঁজেন শুধু নিজের চেয়ার
চেয়ারটাতে লাগলে পাছা
করেননা আর কাউরে কেয়ার!

তারাই এখন মস্ত জ্ঞানী
সবটাতে দেন মতামত
জায়গা মত ধরা খেয়ে
দিয়েও আসেন নাকে খত!

এতে তাদের নাই কোন লাজ
কাজী তারা সব কাজের
লোককে বোকা ভেবে তারাই
খবর বলেন জাহাজের!

এই জাহাজের খবর শুনে
সকলে দেন হাততালি
ফিরতি পথে তালিদাতাই
ব্যাপারীকে দেন গালি!

এই রকমের জাহাজিরা
লাভ করছে বিস্তার
পথরুদ্ধ, তাদের হাতে
শৃঙ্খলিত নিস্তার!!

!!!!!!!!!"""""""""""""!!!!!!!!!!