সারা মাঠ দৌড়াই

মু.শহীদুল ইসলাম ফকির

আমি খুব ছোট ঠিক
ওরা সব চওড়াই,
ঠ্যাং নাই তবু আমি
সারামাঠ দৌড়াই।

গোলগাল চেহারা
ভক্তের শেষ নেই,
দৌড়ানির আগে শুধু
পেট ভরে গ্যাস নেই।

আগে-পিছে কত লোক
দিই শুধু শিক্ষাই,
দৌড়ালে ক্ষুধা লাগে
কোটি কোটি কিক খাই।

মাঝখানে রেষ্ট করি
সবে যায় হাঁফিয়ে,
সন্ধ্যার আগে আগে
মাঠ দিই কাঁপিয়ে।