মানুষ যদি এমন হতো
শহীদুল ইসলাম ফকির
মানুষ যদি এমন হতো
ডেকে নিতো কাছে,
আমার সাথে তোমার কোন
লেনাদেনা আছে?
থাকলে বলো মিটিয়ে দেই
অন্যায় দেবো ছেড়ে,
কারণ হলো মৃত্যুর কাছে
একদিন যাবো হেরে।
মানুষ যদি এমন হতো
কেউ হতো না রাগ,
জমিজমা সঠিক ভাবে
করতো সবাই ভাগ।
মানুষ যদি এমন হতো
ইচ্ছে করে এসে,
নিজ অপরাধ স্বীকার করতো
একটু মুচকি হেসে।
মানুষ যদি এমন হতো
আর খাবো না জোরে,
ভুল করেছি সারাজীবন
মাফ করে দাও মোরে।
নামের মানুষ দেখছি শুধু
কাজের মানুষ কম,
কেউ ভাবি না একটু পরে
বন্ধ হবে দম।