করি মানুষের কর্ম
মুহাম্মদ শহীদুল ইসলাম ফকির
কত স্বজনের মৃত্যু হচ্ছে
কত স্বজনেরা ডাকছে,
কোন স্বজনেরা দিচ্ছে না সাড়া
দুরেদুরে সব থাকছে।
ডাক্তার নার্স যারা আমাদের
নিয়মিত খোঁজ নিচ্ছে,
কেউ কেউ হেরে গিয়ে যেন জিতে
পরপারে পাড়ি দিচ্ছে।
স্বেচ্চাসেবীরা অনায়াসে দেখো
করোনার লাশ ধরছে,
অথচ আমার রক্তের ভাই
কাছে যেতে ভয় করছে।
মমতার মাপ বুঝা হয়ে গেলো
কতটুকু তার ওজন,
কারো জানা নেই কোথায় রয়েছে
কুজনের ভিড়ে সূ-জন।
বিপদেরকালে কত লোক আসে
লাভ ক্ষতি ক্ষত করতে,
কেমন বিপদ! কেউ আসছে না
গোলাজলে মাছ ধরতে।
মানুষ চেনার সময় এসেছে
ভুলে যাই জাতি ধর্ম,
মানুষের পাশে মানুষ দাঁড়াই
করি মানুষের কর্ম।
নিচের ছবিটা বারবার দেখে
এই কবিতাটি লিখছি,
মানুষে মানুষে নেই ভেদাভেদ
এতটুকু যেন শিখছি।
মুসলিম যারা মুনাজাত করে
সনাতনী যারা ভক্তি,
একতা ই সব একতাই যেন
মানুষের বড় শক্তি।
আগুন বাতাস সবার সমান
এক ঘাটে হয় যাওয়া,
বিধাতার কাছে তুলি দুই হাত
এক ধরণের চাওয়া।