কাগজের ফুল

মু. শহীদুল ইসলাম ফকির

মাঝে-মাঝে ভুলে যাই
পেছনের ক্ষত,
কাজ করে ফেলি সব
অবুঝের মত।

মাঝে-মাঝে ভুলে যাই
কেঁদেছিযে কত,
অঘুমের নিশি আমি
কাটিয়েছি কত।

মাঝে-মাঝে ভুলে যাই
কত ভুল করি,
অপরাধ না করেও
বলে দিই সরি।

জোর করে অন্যের
উপকারে গেলে,
অপরাধ অপবাদ
কতকিছু মেলে।

সবকিছু ভোলা যায়
প্রিয়জন হলে,
বিশ্বাস ভেঙে গেলে
সবকিছু জলে৷

একবার দুইবার
তিনবার নয়,
একই ভুল কেন জানি
বার-বার হয়।

অবশেষে বুঝে যাই
আমি বড়ো ভুল,
তাজা ফুল ভাবি যারে
কাগজের ফুল।

নালিতাবাড়ী, শেরপুর
১৫-৯-২০২৪