হারিয়েগেছে

মুহাম্মদ শহীদুল ইসলাম ফকির

হারিয়েগেছে নকশি কাঁথা
হারিয়েগেছে মাঠ,
হারিয়েগেছে বড়বাড়ির
বাঁধাই করা ঘাট।

হারিয়েগেছে বাঁশের বাগান
সাদাবকের ঝাঁক,
আগের মত যায় না শুনা
হুতুমপেঁচার ডাক।

হারিয়েগেছে নদীনালা
নানান স্বাদের মাছ,
গ্রামেগঞ্জে যায় না দেখা
পুতুল খেলার নাচ।

হারিয়েগেছে বায়োস্কোপ আর
হারিয়েগেছে মেলা,
এখন তেমন যায় না দেখা
সাপুড়িয়ার খেলা।