চেতন
মুহাম্মাদ শহীদুল ইসলাম ফকির
সকল কিছুর পতন হবে
জেনেও করি যতন,
হই না আমি নিজের কাছে
নিজের মনের মতন।
মন বলে তুই ঐ দিকে যা
আমি করি বারণ,
মনের সাথে দ্বন্দ্ব আমার
পাই না খুঁজে কারণ।
দেখছি কত দিনে-রাতে
নক্ষত্রের ঐ পতন,
আকাশ থেকে পড়ছে খসে
হোক না দামী রতন।
কবে আমরা মানুষ হবো
উড়বে বোধের কেতন,
জেগেও যেন ঘুমিয়ে আছি
হই না আজও চেতন।
নালিতাবাড়ী শেরপুর।
১৮ জুন ২০২৪