মু. শহীদুল ইসলাম ফকির
অশ্রসিক্ত পরাজয়
আমি পূর্ণিমা চাঁদ হয়ে আসিনি
এসেছিলাম হৃদয়ের পাশ দিয়ে
বহতা নদীর স্বচ্ছ জলের মতো।
আমি বসন্তের কোকিলের মত
সৃজনাল গান শুনাতে আসিনি
এসেছিলাম ষড়ঋতুর সমগ্র হয়ে।
আমি কালবৈশাখী ঝড়ের মত
লণ্ডভণ্ড করতেও আসিনি
এসেছিলাম বাবুই পাখি হয়ে।
আমি তো কাচা মাংসের ঘ্রাণ
নিতেও আসিনি! অবেলায়,
এসেছিলাম মলিন মুখের মায়ায়।
অবশেষে তুমি যা চেয়েছিলে
আমি তাই বাস্তব করে দিলাম
মেনে নিলাম অশ্রুসিক্ত পরাজয়।