অভিনয় মাত্র

শহীদুল ইসলাম ফকির
১৬-৯-২০২১
চিরচেনা শহরে কত মানুষ
অচেনা হয়ে যাচ্ছে দিনকে দিন।
হাসতে হাসতে ভুলে যাচ্ছে
জীবনের বিশেষ মুহূর্তগুলো।
চিরচেনা বসার বেঞ্চ গুলোও
চলে গেছে অন্যের দখলে।
আমি আর আগের মত কারো জন্য
বৈকালি সাজে বের হই না।
সবুজ মাঠ দেখে শুধু তাকিয়ে থাকি,
খড়ের কুঁড়েঘর গুলো হারিয়ে গেছে
আধুনিকতার ছোঁয়ায়।
অক্সিজেনের কোন গন্ধ নেই
বাতাসে মিশে গেছে হিংসার শ্বাস।
বিলীন হয়ে যাচ্ছে ফুসফুসের প্রকৃত খাবার।
তৃষ্ণার্থ বুক ফেঁটে চৌচির হয়ে যাচ্ছে
শুকিয়ে গেছে শুদ্ধ জলের নদী।
এ যেন নেই মামার চেয়ে কানা মামার
হাত ধরে ঘুরে বেড়ানো।
খুব ভালো ও সুখে থাকার অভিনয় মাত্র।