হে ভয়ানক!
তোমার আলিঙ্গনের ভয়ে,
পদচারণ স্থগিত বেলকনিতে,
দিনের পড়ন্ত বেলায় মৃদু অনুভূতির খোঁজাখুঁজি
আজ উঁকি দেয় স্মৃতিতে।

নিজেকে নিয়েছি গুটিয়ে,
হাত-পা নিয়েছি মুড়িয়ে।
নজর কেবল
প্রতিদিনের আক্রান্তে আর মৃতে।

হে অদৃশ্য!
তোমার স্পর্শের ভয়ে,
বাসার প্রতি টুকরো বালির গায়ে
বারবার ছিটিয়ে দিচ্ছি ধ্বংস জল।
পুষ্টিকর খাবারে বাড়াচ্ছি
দেহের রোগ প্রতিরোধ বল।

পরিচিত পথে পা ফেলিনি
গত হল কত যে দিবস-রজনী।
সুযোগে ভোগের নিত্য পেশায়
চলছে চোর-ডাকাতের কারসাজি।

হে উনিশ অব্দের বিষ!
তোমার প্রাদুর্ভাবের ভয়ে,
বতর্মান নিয়ে উৎকণ্ঠা
ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
জনমনে।

যুগলবন্দী
হাতে হাত রেখে
হাটে না পাশাপাশি
বসন্তের মাতাল সমীরণে।