তোমাকে একটি গোলাপ দেব।
তাই অনন্তকাল ধরে থরে-বিথরে,
পৃথিবীর গোলাপের সব দোকানে গেলাম,
সব বাগানে গেলাম,
গোলাপ পছন্দ হল না।
হিসেব করলে বিলিয়ন ট্রিলিয়ন ছাড়াবে।
যেকোনো গোলাপ তোমায় দেব না।।
আর কিছুকাল অপেক্ষা কর হে প্রিয়।
আমার দেয়া গোলাপ দেখলেই
তুমি নিঃসন্দেহে বুঝবে,
পাহাড়ে-পর্বতে-বনে-বাদাড়ে তন্নতন্ন করে খুঁজে এনেছি।
তোমার জন্য।।
গোলাপের রঙ হবে টুকটুকে লাল।
তোমার কালো চুলের বিনুনি খোপায় পরম যতনে গুঁজে দিয়েই,
আমি বিশ্রামে যাব।
খোপার সৌন্দর্যে আর গোলাপের গন্ধে
আমার সমগ্র ক্লান্তি, শ্রান্তি হবে।
তারপর আমি বিশ্রাম নেব অনন্তকাল।।