পড়ন্তবেলায় পশ্চিম জানালা দিয়ে
গোল পুকুরপাড়ের হিজল সারির ফাঁকে
আকাশপ্রান্তের বিদায়ী সূর্য দেখে আমার সুমিত্রা।

আমি সুমিত্রাকে শুধাই,
ঠিক এই সূর্যটাই
আমার হৃদয়।
এ হৃদয়ে নেই উত্তপ্ত দুপুরবেলা।

এর রক্তিম রঙটাই
আমার প্রণয়।
এ প্রণয়ে নেই আলোর ক্ষিপ্ততা।

সূর্যাস্তের ক্ষণিক প্রহরটাই
আমার বসন্তসময়।
এ বসন্তের নেই বার্ষিক আসা-যাওয়া।


         (উৎসর্গঃ আমার বউ সুমিত্রা-কে)