গ্রীষ্মের তাপ ক্ষেতে মাঠে
গ্রীষ্মের তাপ কৃষকের পিঠে
গ্রীষ্মের খরা আমার অপরিপক্ব প্রেমে।
বর্ষার জল খালে বিলে
বর্ষার জল মাঝির হালে
বর্ষার প্লাবন আমার অভিলষিত চোখে।
শরতের শিশিরে মুক্তার ঝকঝকানি
শরতের দূরের বসতে সবুজের হাতছানি
শরতের সাদা মেঘে আমার প্রিয়ার ঘরখানি।
হেমন্তের মেলায় বাঁশি-নাগরদোলা-শখের চুড়ি
হেমন্তের শস্যোৎসবে ফিরনি-পায়েশ-ক্ষীর তৈরি
হেমন্তের আমি বাপের বাড়ির দু'দিনের নাইওরি।
শীতের শীতলতা ছিন্নমূলে ছেঁড়া কাঁথার চুমে
শীতের শীতলতা মহাজনের আরেকটু ঘুমে
শীতের শৈত্যপ্রবাহ আমার পোষিত স্বপনে।
বসন্তের আগুন গাছে গাছে
বসন্তের আগুন ফুলে ফুলে
বসন্তের দাবানল আমার রঞ্জিকা প্রাণে।