আত্মীয় হতে আসিনি,
হয়তো চুরাশি লক্ষ জন্মান্তর পর
তোমার প্রিয় হতে এসেছি অজেয়।
এ আমার জন্মান্তরের উপপাদ্য।
আজ বৃষ্টিস্নাত অপরাহ্নে,
হাসি মাখা মুখে দাঁড়ালাম দ্বারে।
তুমি এসো দ্বার খোলে ধারে এসো,
হাসি মাঝে হৃদয় রেখে ফিরে যাও সংসারে।
প্রবল কুয়াশায় সিক্ত হলো রাত,
গুটিয়ে নাও চাদরে অপ্রবল হাত।
আগামীর এক শুকনো প্রহরে
স্পর্শে উষ্ণ হবো, আপাতত এটুকুই থাক।
ঝরে পড়া আলোকসজ্জাকে দাও বিদায়,
অপলক দৃষ্টি বিশ্রামে যাক।