১।
তুমি যে পথের উপর হেঁটেছ সাড়ে তের বছর,
সে পথের ধুলোমাটি দিয়ে তিনকোণা পুকুরের দক্ষিণ পাড়ে বানাবো ঘর।
তুমি কী জানতে চাও দক্ষিণ পাড়ে কেন?
২।
উড়ন্ত ঘুড়ির মতো মৃদু অস্থির তোমার শঙ্কিত চোখ,
এ অনভিপ্রেত তিথীতে, সরু বীথীতে দুরুদুরু দুজনার বুক।
৩।
কাছ থেকে ছুঁয়েছি অসীম দূরত্বের সৌন্দর্য,
চাঁদে যাবার কোনো ইচ্ছে আমার নেই।
৪।
দেহে দেহে লাগিয়ে রেখেছি, রাখব জীবনভর।
মরণখেলায় হৃদয় সনে হৃদয় যাবে,
শুধু দেহ রবে পৃথিবীর উপর।
৫।
তোমার পিঠ ঠেকিয়েছে দেয়াল,
বুক ঠেকিয়েছি আমি।
তোমার পালাবার পথ কেবল,
চোখে চোখ রাখা রাখি।
৬।
আমার হাতের মুঠোয় কী এনেছি, জানার খুব আগ্রহ তোমার।
ভেবেছ হয়তো গোলাপ বা চিঠি বা তোমার নাম ইত্যাদি ইত্যাদি।
"তোমাকে ভালোবাসি", এ কথাটি বলার জন্যে হাতের মুঠোয় সাহস রেখেছি।
৭।
কোনো একদিন, কোনো এক মুহূর্তে তুমি শুনবে
আমার বানানো দক্ষিণ পাড়ের ঘর ঝড় ভেঙে দিয়েছে,
ঠিক বুঝে নিও, তুমি আমি সেদিন হানিমুনে ছিলাম অন্য দিকে।