হে মহাবিদায়!
দয়া করে আসিও বসন্ত সময়।
বসন্তের যেকোনো প্রহরে, বেলা অবেলায়।
কৃষ্ণচূড়াকে বলেছি,
পলাশ-শিমুলকে বলেছি,
কোকিলকেও বলেছি,
ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করতে,
আগামী জন্মে আমি যেন তাদের সমগোত্রীয় হই।
যেন কোনো এক বসন্তকালে মরণের আলিঙ্গন পাই।
আমার খুব ইচ্ছে আমি কৃষ্ণচূড়া হই, পলাশফুল হই,
কোকিল হই, পহেলা ফাল্গুন হই,
আবির মাখা দোলযাত্রা হই বা
গোটা একটা বসন্ত হই।।