আমি কালা বেশে কালারডোবায়
নিত্য বিকেল রই।
তুমি পথিক ভেবে পাশ কেটে যাও
মরণ জ্বালা সই।
কপালের চাঁদ অশরীরী
কানেতে দুল শত ভারী।
তোমার হাতে চুড়ি, খোপা খালি
গলায় পাটের দড়ি।
ভ্রু যেন গ সরু গলি,
পায়ের আলতা রংবাহারি।
তোমার চলনেতে তড়িঘড়ি,
পরনে নাই শাড়ি।
তুমি রাধা কলসি ছাড়া
ঢেউ তুল চরণ দ্বারা।
থাকতে জোয়ার দাও ঠার
যুগল প্রেমে পাশে রই।
চলে গেলে বর্ষার যৌবন,
আসবে না আর প্রেমিক রতন।
জলছাড়া ঐ কালারডোবা
পাবেনা রাঙা চরণ।
প্রকাশকালঃ ১১ জুলাই, ২০২২
(আমার প্রথম গান)
মন্তব্য: কালারডোবা হলো হবিগঞ্জ জেলার নিকটস্থ বানিয়াচং রাস্তায় অবস্থিত বর্ষাকালীন পর্যটন স্থান। বর্ষাকালে সেখানে শুধু বিকেলে মানুষের সমাগম ঘটে। সন্ধ্যার পর এর সৌন্দর্য আরও বেশি। কালারডোবা নিয়ে এটাই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র গান। গানটিতে জেবেল রেজা ভাই কণ্ঠ দিয়েছেন।