ঘন শুভ্র কুয়াশা দিগন্তবৃত্তকে যেভাবে ঝাপসা রাখে,
গন্তব্যরেখা ঢেকে নাবিককে যেভাবে বিভ্রান্ত করে,
নিঃশব্দে নিস্তেজ শুকনো ঝরাপাতা
সাবধানতার আঘাতে চুরমার হয়ে
দীর্ঘ নিরবতা ভেঙে যেভাবে শিকারির লক্ষ্যচ্যুত করে,
তোমার বিরহও ঠিক সেরকম।
আর কত?
বিরহে বিরহে তিলেতিলে আমায় মেরে ফেলা
এবার বন্ধ কর চিরতরে, মরেছি শতক।
তোমার বিরহ বিষের মতো ভয়ানক।
প্রিয় নেইমারের গোলে গ্যালারি পূর্ণ অডিয়েন্সের উল্লাস ধ্বনি কিংবা
কলেজ জীবনে কবিতা আবৃত্তিতে প্রথম হওয়ার সে অনুভূতি,
তোমার বিরহে আমার তা পানসে লাগে।
জ্যোৎস্না মাখা পুকুর জলে ঢেউদের খেলা কিংবা
অপরাহ্ণে আনন্দ ক্ষণে ঘাসের সাথে প্রজাপতির চুমুচুমু বিনিময়,
আমার কাছে একঘেয়েমি লাগে।
তোমার বিরহে একরোখা হয়ে পড়ি।
অন্ধকার রাত্রিতে জ্বলন্ত মোমের সৌন্দর্য কিংবা
জোনাকিদের বিন্দু বিন্দু আলো,
আমার চোখে বালির মতো বিঁধে।
তোমার বিরহে আমার চোখে আবছায়া ভরে।
বসন্তে কচি ডালে বাহারি রঙয়ের মঞ্জরীর ঘ্রাণ কিংবা
ভোরে গায়েন পাখির গুঞ্জরিত সুর,
দখিনা বাতাসের উলটপালট দৌড়,
তোমার বিরহে আমার হৃদস্পন্দনে দোলা দেয়না।
আর কত?
বিরহে বিরহে তিলেতিলে আমায় মেরে ফেলা
এবার বন্ধ কর চিরতরে, মরেছি শতক।
তোমার বিরহ বিষের মতো ভয়ানক।