সকালে মনোরম মনোহর সূর্য।
দুপুরে তার যৌবনোদয় ঝাঁজালো শৌর্য।
বিকালে তার বি কাল শেষ হয় প্রসার্য।।
নিশির শিশির ভোরে বিভোর প্রচুর।
সকালে ঝলমল রোদে নির্মল ভাস্বর।
পরক্ষণে পড়ে যায় হয় সবার অগোচর।।
নিশি জেগে ফুল হয়ে ফোঁটে কলি।
দিনভর রকম রূপে মুগ্ধ মানুষ-পাখি সকলি।
ভ্রমরকে রসকষ বিলিয়ে ঝরা লগন গোধূলি।।
মানুষ শুরুতে শিশু অবোধে শৈশব শেষ।
কৈশোর পেড়িয়ে তার যৌবনভার উন্মেষ।
নিদানকালে চরণতলে নিরুদ্দেশ অবশেষ।।