ধরে নাও, আমি বালুময় বিস্তৃীর্ণ প্রান্তরের আফ্রিকান মরুভূমি।
আমার সমগ্র শরীর জুড়ে রাক্ষুসে তৃষ্ণা।
পৃথিবীর জলরাশি গাপুস গুপুস করে খেয়ে নেব,
তবুও আমার তৃষ্ণা নিবারণ হবে না।
তোমার ফেলে দেয়া একটা শ্বাসের
কার্বনডাইঅক্সাইড-ই করতে পারে স্বচ্ছ জলাবদ্ধতা।
আমার চাই তুমি।।
অথবা ধরে নাও, আমি আমাজন নদীর জল খেয়ো ব্রাজিলিয়ান মহাবন।
আমার সমগ্র বুক জুড়ে হিংস্রের আনাগোনা,
আমার বুকে চলাচলে উচ্চ মাত্রার ঝুঁকি।
তোমার রাঙা পায়ের বিচরণে
আমার স্নায়ু তন্ত্রে আসবে চির বসন্তের প্রাণবন্ত নিস্তব্ধতা।
আমার চাই তুমি।।
কিংবা ধরে নাও, আমি অন্ধকারাচ্ছন্ন গুমরো মুখো আকাশে বিধ্বংসী বজ্রপাতের স্ফুলিঙ্গ।
আমার চলার পথ ঘাট আমারই তাপে জ্বালি,
প্রাণী গাছ মাটি বাতাস আমার স্পর্শে পুড়ে-মরে।
চিরকাল তোমার জন্যে আমার রন্ধ্রে রন্ধ্রে
এন্টার্কটিকার হাস্যোজ্জ্বল শীতলতা।
তোমার চাই আমি।।