যখন নিদাঘ রোদ আমার সোনার দেহ পুড়ে পুড়ে
শুকিয়ে যাওয়া বৃক্ষলতার মতো বিরস করল,
ভালোবেসে তো নয়ই, একটু দয়াস্বরুপও
এক ফোঁটা জল ঢেলে দিল না পাষণ্ড বৃষ্টি।
অথচ তার অযথা বর্ষণ সমুদ্র বুকে
বেহায়ার মতো লেপটে গিয়ে নিঃশেষ হতো।
তবুও সম্পর্কের বিনিময়ে আমার তৃষ্ণায় দেয়নি
জল একবিন্দু।
যখন মাথার উপর নেই রুষ্ট দ্বিপ্রহর,
নেই সিদ্ধ হওয়া পাজর।
তৃষ্ণার্ত হৃদয় আজ সরোবর।
বৃষ্টি যেভাবে সমুদ্রের অবহেলা আলিঙ্গনে হুজুগে ঝরঝর,
ঠিক এভাবেই এখন আমার মাথা বেয়ে দেহে মিলে অহরহ।
সুদিনে আলগা দরদীর আলগা দরদে নাকে সর্দির শ্লেষ্মা জমে,
প্রিয় লেবু পাতার ঘ্রাণ হৃদয়ে নিতে অসুবিধা বাঁধে।
আমার মুখের লোকানো রসালো হাসি,
রাশিরাশি উপহাস নিয়ে বাতাস পেড়িয়ে
আকাশ সম্মুখে তোমার এ দরদ পদাঘাতে ফেলে।।