তুমি ফাগুনের রাতে মনের বাতায়ন রেখো খোলে
জিয়াউল হায়দার
তুমি ফাগুনের রাতে মনের বাতায়ন রেখো খোলে
আমি শিমুল পলাশ হয়ে আসব তোমার শিয়রে,
আমি কুকিলের গান হয়ে আসব তোমার কর্ণ কুহরে,
আমি দক্ষিণা সমীরণ হয়ে আসব তোমার কুন্তল দোলাতে
তুমি ফাগুনের রাতে মনের বাতায়ন রেখো খোলে।
আমি মাধবী ঝর্ণা হয়ে নেমে আসব তোমার চরণ ধোয়াতে,
আমি চৈতালী জ্যোৎস্না হয়ে লুটোপুটি খাব তোমা মুখ ‘পরে
আমি ফাগুন সন্ধ্যার আকাশ হতে আবীর নিয়ে আসব হৃদয় রাঙ্গাতে,
তুমি ফাগুনের রাতে বাতায়ন রেখো খোলে।
আমি তৃষ্ণা বারিত মৌ হয়ে আসব তোমার অধর ভেজাতে,
আমি অষ্ট প্রহরের প্রেমে মজাবো তোমায়,
আমি তোমার প্রাণ পুরুষ হয়ে মিশে যাব তোমাতে,
তুমি ফাগুনের রাতে বাতায়ন রেখো খোলে।