স্বাধীনতা
জিয়াউল হায়দার
মাগো ফুলে ফু্লে ভরে গেছে
তোমার স্নেহের আচঁল।
কত রঙ্গে রঞ্জিত তারা,
কত তাদের নামধাম,
কেউবা হলুদ, কেউবা গোলাপ
অথবা লাল সাদা।
আর কত বাহারি গন্ধ
ছড়িয়ে দিয়েছে কুঞ্জে কুঞ্জে।
তবে মা, একটি ফুল তোমার আচঁলে দেখি,
বিনীত মনে অনুভব করি,
এর স্বকীয়তা এর উৎকর্ষতা,
পৃথিবী দেখেনি এর আগে কভু তার কুঞ্জে।
গোলাপের বনে যায়নি সে রানীর মর্যাদ যাচিতে,
রূপের প্রতিযোগিতার আসরে দেখেনি কেউ কোন দিন।
মা, এ নবাগতের কি নাম রেখেছ?
‘স্বাধীনতা’
গর্বিত স্বরে প্রকাশিল মা।