সুহৃদ হব তোমার
কষ্টের রং যদি তুমি দেখ,
স্বপ্ন ভাঙ্গা স্বপ্ন যদি তুমি দেখ,
অথবা দুঃসময় ছোবল দেয়
এবং নীল হয়ে যাও
আর,এর মাঝেও নিজেকে ব্যাপৃত রাখ,
তবে তো তোমার সাথেই দুস্তি হবে,
ইয়ারকি বিনিময় হবে রাগে অনুরাগে।
যদি তোমার প্রকৃতির শোভা পোড়ে যায়,
কারো অভিশাপে,
প্রখর নিন্দা প্রক্ষেপে,
কিংবা গর্হিত জীবন নিরানন্দ করে তোলে
এবং দ্বিধায় জড়িয়ে যাও
আর,এর মাঝেও নিজেকে চিনে রাখ
মুক্তায়িত,সত্যায়িত কর্মে
তবে তো তোমার সাথেই হৃদ্যতা হবে,
মিলনের ভাষা দেয়া নেয়া হবে
রামধনুর বর্ণীল আবহে।