সোনামানিক
আমরা এ সোনাফলা দেশের সোনার মানুষ,
শুধু সোনা ফলানোই আমাদের ব্রত।
ফাগুন রাঙ্গানো প্রাণে, শ্রাবণ রসে রসালো মন ।
এই চির সবুজের দেশে ছড়ানো রয়েছে অমৃত-যৌবন
তা হতে উত্থিত তাবৎ জ্ঞান ভান্ডার।
মানবিক গুণের সম্ভার
গ্রীষ্মের দাবদাহের মত তেজোদীপ্ত।
হে মহান জাতি, আমরা তোমার সোনার গাঁয়ে
হীরা-মুক্তা খচিত জড়োয়া।
পথ দেখিয়েছি অতীতে, দেখাই বর্তমানের,
রচি পথ ভবিষ্যতের।
আমাদের সোনাবান্ধা মানচিত্রের অমোঘ মমতা
রেখেছি হৃদয়ে উদারতায়।
বিশ্বশান্তি মিশনে শান্তির পতাকা বয়ে বেড়াই
দেশে দেশে শান্তিরক্ষি, শান্তির সেবক, শান্তির দূত।
আমরা মাতৃভূমির নীলাম্বরে এক ঝাক শান্তির শ্বেত কপোত।
আমাদের এ অহং শাপলার শুভ্রতা, জোস্নার স্নিগ্ধ আলো,
শিউলির কোমলতা, চন্দ্রমল্লিকার মত বর্নিল সুন্দর ।
সারা বিশ্ব মাঝারে আমরা বাঙালি ভাই
বাংলার সোনামানিক।