প্রত্যেক চোখের অশ্রুমোচন
জিয়াউল হায়দার
এসেছে আনন্দ, তীব্র মুক্তি
রুদ্র মূর্তি নিয়ে।
ওরা বিদগ্ধ, বলিষ্ঠ, দুর্নিবার, দুর্বিনীত,
ললাটে অঙ্কিত দুর্নিমিত্ত,
কণ্ঠে দুঃশাসন দূর হ, পামির দূর হ।
ওরে বীর, ওরে যোদ্ধা,
তোর অন্তরে তার অভিষেকের আয়োজন কর।
উপডৌকন দে তোর বীরত্ব,
উত্তম পুরুষত্ব-
যদি কুণ্ঠিত হস, তবে লুণ্ঠিত হবে
ফের তোর ন্যায্য অধিকার।
এই দুর্দিনে,
ওরা এসেছে ফিরিয়ে দিতে
স্বাধীনতা পূর্ব দুর্ধর্ষ দেশাত্মবোধ,
স্বাধীনতা উত্তর অঙ্গীকারবদ্ধ প্রজন্মের কাছে।
বঙ্গ জাতকের শ্রেষ্ঠ বর্ম,
তোর চিরায়ত সাধনার সেই বাণী,
“চাই প্রত্যেক চোখের অশ্রু মোচন,
চাই মাতৃ মঙ্গলের আকাঙ্ক্ষিত দুর্জয় প্রতিজ্ঞা।” ১৯ শেষ