লালনের আরশিনগর
জিয়াউল হায়দার
লালন তোমার আরশিনগর
চোখে দেখা যায় না।
তবু মন খোঁজে দিতে
ধরে শুধু বায়না।
কী আছে সে নগর মাঝে,
সে নগরবাসী কেন ডাকে সকাল সাঁঝে?
এত হাঁটি এত খোঁজি এত সাধন করি,
তোমার আরশিনগর পাই না।
কী ফুল ফোটে দিবা নিশি?
কী সুর তোলে মোহন বাঁশি?
কী দিয়ে গড়া রবি-শশি ?
আছে সেথায় কীসের রশি?
সে রশি ধরেই কি খোঁজে পাব বিধাতার আয়না?
আমি কার ছায়া খোঁজে মরি,
কার কায়া বৃত্তে শুধু ঘুরি,
কার কথা নিত্য শুনি,
প্রচার করি কার বাণী,
মানুষ কি সেখানে যায় চেনা?