ক্ষোভ
জিয়াউল হায়দার
যারা ঘৃণা করে, নিন্দা করে,
অস্পৃশ্য ভাবে আমাকে
বিধাতা, তাদের আমি কী দিতে পারি?
আমিতো ঘৃণিত, নিন্দিত, অপবিত্র
তাদের সভ্য সভায়।
আমার প্রেমসত্তায় কি তাদের
বাসস্থান নির্মাণ হবে?
যারা অবহেল আর অপমানে
বিষিয়ে তুলেছে আমার পৃথিবী।
মনুষত্বের পরিচয় মাপে
অর্থের মানদন্ডে।
তাদের দেয়ার কী আছে আমার?
আমিতো অবহেলিত,অপমানিত
প্রাচুর্যের মাপ কাঠিতে অতিতুচ্ছ।
আমার প্রেমসত্তায় কি তাদের স্থান
আহগর মতই থাকবে অনন্ত কাল?
যদি বলো ভালবাসো, প্রেম দাও,
ক্ষমা করো, ভুলে যাও ওদের অপরাধ,
তবে বিধাতা প্রশ্ন রাখি;
তোমর প্রেমময় সৃষ্টিতে
অগণিত সৃষ্টির লীলাখেলা
কউ যদি তুচ্ছ ভাবার ধৃষ্টতা দেখায়
তুমি কি জান্নাতে দাখিল করবে তারে।