জিয়াউল হায়দার
কে তুমি ছায়া মূর্তি
জোছনা রাতে গানের মদিরা ছড়িয়ে দিয়ে আকাশে বাতাসে,
এলে সম্মুখে আনত নয়নে,
কে তুমি প্রণয়িণী?
এক পল পরে উত্তরীয় উঠায়ে বাঁকা নয়নের ইশারায় ডেকে,
লুকালে গুল্ম লতার আড়ালে,
কে তুমি মত্তনয়না?
দূর হতে পাপিয়ার পিউ পিউ ডাক,
ফুলের সৌরভ ছড়ানো বাতাস,
প্রকৃতির নিবিড় আলিঙ্গন বন্ধন ছিন্ন করে,
উদভ্রান্তের মত ছুটে চলি,খুঁজি উতলা হৃদয়ে।
গানের আভাস রেখে সম্মুখে চলে যাও নিরব চরণে,
ফের থেমে থেমে ফিরে চাও সৌম্য দর্শনে,
এ নিকুঞ্জের কে তুমি সৌম্যা?
এ কোন অবুঝ মনে যৌবনের খেলা খেলাও,
এ কোন পথ হারানোর অভিযোজিত বাসনা জাগাও,
নির্জনে নির্বাক থেকে বেড় করে আন আমাকে,
কে তুমি অচঞ্চলা?
তুলনার মহা যজ্ঞে
প্রেম নিংরানো প্রেমের কুঠিরে,
কে তুমি নিরুপমা?