ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মহিমা
জিয়াউল হায়দার
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বিরল শক্তি দেখে,
যুদ্ধবাজ দুনিয়া সেদিন বিস্ময়ে হতবাক।
পৈশাচিক সুখ লভা নরপ্রেতগুলো,
আত্মসম্মানে বলীয়ান জাতির নিকট আত্মসমর্পণ করে,
জাতির ভাবনালোকিত মেদুর স্বপ্ন
কাপুরুষের মত বেঁচে থাকা শেষ কথা নয়,
অস্রের ঝঙ্কার শেষ কথা নয়,
আত্মসম্মান বাঁচিয়ে রাখা শেষ কথা।
সেদিন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের অন্তকরণে
প্রত্যেকটি ঘর প্রতিরোধের দূর্গ,
এক একটি জাগ্রত আগ্নেয়গিরি।
আত্মমর্যাদার দূর্দম জীবনবোধে দীক্ষিত
সাড়ে সাত কোটি মানুষের মুক্তিস্নান।
বাঙালি দেহের রক্তে মাটি শুচী করার দর্প
পুরবাসী কুলবধুদের সম্ভ্রম হারানোর বিরল শক্তি
অগুন্তি আহত নর-নারীর বজ্রকণ্ঠ
বুদ্ধীদীপ্ত যোদ্ধারা আপন আপন আলো নিভিয়ে
মুক্তআলো জ্বালানোর পবিত্র প্রেরণা করছে সৃষ্টি
শ্বাসত সুন্দর বাংলাদেশের জন্য বীরশ্রেষ্ঠদের
অকুতোভয় সৈনিক জীবন ক্ষয় করার বাসনা।
মাগো এই শক্তি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মহিমা,
এ মহিমা আমাদের মহান মুক্তিযুদ্ধ,
এ মহিমা আমাদের লালিত স্বাধীনতা।