বদান্যতা

নিবিড় নেমেছে আজ পৃথিবীতে
তোমার চোখের স্নিগ্ধ পাতে
ভর করে।
ভ্রমণপিপাসু নাবিক নোঙর
ফেলে,  প্রতীক্ষিত রমণীর রমণীয়
শান্তি সন্ধানে
এ তো তোমারই দান।
মমতা নেমেছে আজ পৃথিবীতে
তোমার চোখের স্নিগ্ধ পাতে
ভর করে।
জুয়াড়ি তাসের আড্ডা ছাড়ে
প্রথম প্রেমের দীঘল নিঃশ্বাস
ফুসফুসে
এ তো তোমারই দান।
প্রশান্তি নেমেছে আজ পৃথিবীতে
তোমার চোখের স্নিগ্ধ পাতে
ভর করে।
মাতাল পেয়ালা ভাঙে,  শুঁড়িখানা ছাড়ে
মনে পড়ে একজোড়া দিঠি
তাকে ডাকে
এ তো তোমারই দান।
মার্জনা নেমেছে আজ পৃথিবীতে
তোমার চোখের স্নিগ্ধ পাতে
ভর করে।
ঘাতক জিঘাংসা বৃত্তি ত্যাগ করে
সর্বজনীন প্রেম খুঁজে বেড়ায়
এ তো তোমারই দান।