আবেদন
জিয়াউল হায়দার
হে প্রতিভাবান,
প্রভাত প্রার্থনায় দু হাত তোলে প্রার্থনা করি,
আমার সকল কাজের ভিত্তি হোক
তোমার প্রতিভা।
তুমি উদারতায় ঋদ্ধ, ক্ষমায় পরিমন্ডিত,
অপার তোমার বিশালতা।
স্বর্গের মত অনন্ত যৌবন কল্যাণ চিন্তা,
তোমার সৃজনশীল সত্তা জুড়ে।
মঙ্গল তোমাকে ছুয়ে ছুয়ে যায়
বসন্ত আবেশে।
কল্যাণ তোমার হাতের মুঠোয়
মানবিকতার গান গায়।
পবিত্রতা তোমার নেগাবান,
সর্বজন বিদিত।
আমার সানুগ্রহ আবেদন,
আমার দৈন্যতা ঘুচাও তুমি
পরম মহানুভবতায়।
কারণ, তুমি আলোর নির্যাস তোলে আন
অঞ্জলি ভরে জীবনের ফুল হতে।