কষ্ট মাখা এইনা মনে,
বলছি আমি ক্ষণে ক্ষণে,
এসেছে আনন্দের ঈদ।
আর কী হবে আনন্দের এই ঈদ!!!!
কিনেছি আমি নতুন নতুন কাপড়,
পকেটে আছে অনাবিল টাকা।
যাদের নাই অনাবিল টাকা,
যাদের পকেট একেবারে ফাঁকা,
তারা কেমনে ঘুরাবে ঈদের আনন্দের চাকা??
আবারও বলি কষ্ট মাখা এইনা মনে,
রান্না হচ্ছে খোরমা পোলাও,
রান্না হচ্ছে বিবিধ মাংস,
রান্না হচ্ছে কত কি পিটা,
খাবো আমি মিষ্টি মিটা।
হা!হাহা!!হহা!!হা!হাহা!!!
ভাবছেন আমি হাসছি কেন!!!
হাসছি আমি কষ্টেরে ভাই।
যাদের নেই টাকা আর বাড়ি বিটা,
সে কেমনে খাবে খোরমা পোলাও,
মাংস পিটা আর মিষ্টি মিটা???
তাই তো আমি বলি এই ঈদ,
কষ্ট মাখা ঈদ।