অসার আর নিত্ব্য ক্লান্তি বেলায় ভাবিয়া দেখিছ তরা,
মাদকেই হাত পাতায় আর নারায় নষ্ট হইবার কড়া।
মাদক সেবন করে তরা,
হয়ে পরছ বেবাক দিশেহারা।
তাই তো;
মাদক সেবন করে তরা,
মা বাবা আত্মিয়স্বজন কে করাছ তাড়া।
যখন মাদক সেবনের তাকেনা অর্থ,
নিত্য বেলা যখন মাদক সেবন করতে চাছ তরা,
চুরি,ডাকাতি,গুম,খুন,ছিন্তাই, আরো খারাপ কাজ করিস হয়ে দিশেহারা।
মাদকেই সব করায় ভেবে দেখিছ একটু তরা।
মাদক কে না বলে মুক্ত হয়ে যা তরা॥