কতো সুন্দার এই ধরনী যে-
ফুলে-ফলে গিয়েছে ভরে,
পৃথিবীর প্রতিটি দেশের প্রান্তরে।
সবুজে-সবুজে দোলা লাগে-
রূপের মহিমায় চক্র ছোটে,
ফোটে যেন ঊষার আলো
প্রতিটি মাঠের প্রান্তে।
প্রকৃতির সোনালী আবেশে
সিহরন জাগে মনেতে।
ফুলে-ফুলে আজ ভরেছে
শিউলি ফুল ঐ ডালেতে।
গাছ গুলি চেয়ে আছে
সবুজ মাঠের প্রান্তে।