আকাশে মেঘ ছুটে চলে
এক প্রান্ত থেকে অন্য প্রান্ত
প্রবল বর্ষণ আর বিদ্যুৎ ঝলকানি
আকর্ষণ বাড়াতে কতই না আদিখ্যেতা-
হৃদয়টা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।
প্রতীক্ষায় প্রহর গুনতে গুনতে
স্রোতহীন নদ যেন মরুভূমি
রূর্যকিরণে দেহ আজ জীর্ণ শীর্ণ
তবুও কেন নানান ফন্দিফিকির?
বর্ষাকে ডাকছিলেই যখন অমন করে
নিও না কোন ছলনার আশ্রয়
জলে জলে টুই টুম্বরে
তৃষ্ণার্ত নদ শান্ত করে....
হারিয়ে যাও দূরে বহু দূরে।
অসমাপ্ত