এক
সবুজ শ্যামলে ঘেরা এক নির্ভৃত পল্লী বাজবী
দশ মার্চ উনিশশত ষাটষট্টি
জন্মে নিলো-
উন্নয়নের প্রাণ পুরুষ
নজরুল ইসলাম বাবু।
পিতামহ মাওলানা মফিজউদ্দিন আহমেদ
যাঁর নাম শুনলে আতঙ্কিত হতো
দয়ামোহন চৌধুরীসহ অত্যাচারী জমিদার
তাদের উৎখাতে মফিজউদ্দিন আহমেদ
গড়ে তুলেন বিশাল লাঠিয়াল বাহিনী
তাঁর সফল নেতৃত্ব
আজো সকলের কাছে দৃষ্টান্ত।
আধ্যাত্মিত সাধনায়-
দেওবন্দসহ ঘুরে বেড়িয়েছেন দেশ বিদেশ
বায়াত করে রেখে গেছেন অসংখ্য শিষ্য।
বাজবী প্রাইমারি স্কুল
দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়
বাজবী মসজিদ মাদ্রাসা এতিমখানা তাঁরই অবদান।
বাবা সহিদুর রহমান জনপ্রতিনিধি হয়ে
আমৃত্যু আদিষ্ট হয়েছেন মানবতার কল্যাণে
মা জাহানারা বেগমের আতিথেয়তা
এখনও উচ্চারিত হয় সবার মুখে মুখে ।
সেই পরিবারের এক ধ্রæবতারা
নজরুল ইসলাম বাবু
যেন উত্তসূরীদের সকল মানবিক গুণাবলীরই প্রতিচ্ছবি।
দুই
গাছে চড়া, গ্রামের পুকুরে অবাধ ডুব সাঁতার,
ফুটবল খেলায় হার-জিত নিয়ে বন্ধুদের সাথে মান অভিমান
কতই না দুরন্ত ও প্রাণোচ্ছল শৈশব ও কৈশোর তাঁর।
বাবা বলতেন ‘ছেলে আমার অনেক বড় হবে’
মমতাময়ী মা-
‘দেখে নিও! এ ছেলেই মান রাখবে সবার।
আড়াইহাজারের সুনাম ছড়িয়ে দেবে দেশ থেকে দেশান্তর’।
তিন
গাঁয়ের মক্তব-স্কুল, পাঠশালা শেষ
এবার উচ্চ শিক্ষার অভিযাত্রার উন্মেষ
হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ তাঁর নতুন শিক্ষায়তন
বেকার হোস্টেল ছাত্রজীবনে তাঁর নেতৃত্বের বিকাশের আবাহন।
স্কুল জীবনেই তাঁর প্রতিবাদী কণ্ঠস্বর
ন্যায্য দাবী আদায়ে সদা সোচ্চার
ভবিষ্যত নেতৃত্বের সূচনা শুরু সেখান থেকেই
বার বার নির্বাচিত দুপ্তারা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ ডা. রেজাউর রহমান, বড় ভাই বীর মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক-
শুনিয়েছেনে বায়ান্ন ভাষা আন্দোলন, ছেষট্টির ছয়দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন আর মুক্তিযুদ্ধ
সেই ইতিহাস শোনেই গভীর শ্রদ্ধায় ভালোবাসেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে
তাঁর আদর্শ ধারণ করেই শুরু তাঁর ছাত্ররাজনীতির পথচলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়-
ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ের তিনি ছিলেন অবিচল
নব্বইয়ের এরশাদের সামরিক শাসনবিরোধী গণআন্দোলন-
অগ্রভাগে তার সাহসী নেতৃত্ব দেন উজ্জীবিত ছাত্রসমাজ
আন্দোলনে দমাতে কারাগারে বন্দি করে তাকে
কিন্তা একে আরেরা বেড়ে যায় আন্দোলনের তীব্রতা
পতন হয় সৈ^রশাসক এরশাদের
তিনমাস পর কারাভোগের পর মুক্তি পান, পরিণত হন ছাত্রসমাজের আইকনে
তাঁর বলিষ্ট নেতৃত্বের অভিযাত্রার সবমহলে খবর ছড়িয়ে পড়ে
পদায়ন করতে তোড়জোড় শুরু হয় দলের শীর্ষ পর্যায়ে
উনিশশত একানব্বইয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি
সাতানব্বইয়ে কেন্দ্র্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
এভাবেই দুর্বার গতিতে নিজেকে মেলে ধরেন জাতীয় রাজনীতিতে
পদকে দায়িত্ব ভেবে প্রতিবাদমূখর জনস্বার্থবিরোধী সকল কর্মকান্ডে
রাজপথে মিছিল মিটিং স্লোগান সব আন্দোলনে ‘বাবু ভাই’ সবার অগ্রভাগে
তাই জোট সরকারের রোষানলে পড়ে ফের ঠাঁই হয় কারাগারে
কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর জন্য ছোট্ট অন্ধাকার প্রকোষ্ঠ-
সেখানেই ডান্ডাবেড়ি পড়িয়ে রাখা হয় তাঁকে
কারামুক্তি, অর্থভৈবব, শীর্ষ পদে পদায়ন জোট সরকারের এরকম অসংখ্য লোভনীয় প্রস্তাব-
কোনটাই তাঁর নীতি আদর্শ থেকে একটুও বিচ্যুত ঘটাতে পারেনি।
কারাগারে ক্রসফায়ারের হুমকীতে দীপ্ত কণ্ঠে বলেছিলেন-
‘আমি বঙ্গবন্ধুর সৈনিক, মুত্যুকে ভয় করা আমার সাজে না।’
তিন
অক্টোবর দুই হাজার দুই কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন
তখনও নজরুল ইসলাম বাবু কারাগারে অন্তরীণ
তৃণমূল ছাত্রলীগ নেতাদের বিপুল ভোটে নির্বাচিত হয়
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সারা বাংলার ছাত্র-শিক্ষক, কৃষক-শ্রমিক এক কাতার
রাজধানীসহ গোটা দেশ ছেয়ে যায় লিফলেট আর পোস্টারে
ক্যাম্পাসগুলো শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়ে
দাবী একটাই-
প্রিয় নেতা নজরুল ইসলাম বাবুর মুক্তি চাই
তীব্র্র আন্দোলনে বেসামাল জোট সরকার
অবশেষে পিছু হটতে বাধ্য হয়
এগারো মাস পর কারাগার থেকে মুক্তি দেয়।
বার বার জোট সরকারের নিপীড়ন নির্যাতনেও
আন্দোলন সংগ্রামে পিছু হটেনি এক বিন্দুও
একুশ আগস্ট ২০০৪, মর্মান্তিক ও বর্বর গ্রেনেড হামলা
ওবায়দুল কাদের, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেন্গুপ্ত, মেয়র হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ- আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে নজরুল ইসলাম বাবু
বঙ্গবন্ধু কন্যা বাঁচাতে ‘রক্ষ ঝরা বিকেলে’ তৈরি করেছিল মানববর্ম
শত শত স্পিøন্টারের গুরুতর আঘাকে আঘাতে সেদিন-
ক্ষতবিক্ষত নজরুল ইসলাম বাবু চিকিৎসার জন্যে ছুটে চলে
এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে
শরীর ভেতরে থাকা শত শত স্পিøন্টারে যন্ত্রনা জ্ঞান হারিয়ে ফেলে
চিকিৎসাবিদরা একপর্যায় নিরাশ হয়ে পড়েন
তবুও তারা হাল ছাড়তে রাজি নয়
মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায়
অলৌকিকভাকে মৃত্যুর দুয়ার থেকে সেসময়
ফিরে আসে যেন মানুষের ভালোবাসার টানে।
চার
পিতৃ মাতৃ হারা নজরুল ইসলাম বাবু-
বঙ্গবন্ধু কন্যার স্নেহ মমতায় সদা নবউদ্যোমী
দুরদর্শী নেতৃত্ব করেছে বিনয়ী ও পরিশ্রমী
নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য সীমাহীন ত্যাগ-তিতিক্ষা বৃথা যায়নি।
২০০৮ নবম জাতীয় সংসদ নির্বাচন-
নারায়ণগঞ্জ-২ আসনে দলীয় প্রার্থীদের তীব্র প্রতিযোগিতা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চুলচেরা বিশ্লেষণ-
নৌকার মাঝি কাকে করবেন?
দুঃসময়ে রাজপথ কাঁপানো বাবুর ওপরই অবশেষে আস্থা রাখেন
আওয়ামী লীগের দলীয় মনোনয়নে যেন
আকাশছোঁয়া স্বপ্ন হাতছানি দেয়।
বঙ্গবন্ধুর কন্যার আস্থার প্রতিদান দিতে
উন্নয়নের বার্তা নিয়ে সামিল জনতার কাতারে
কিশোর-যুব আবাল বৃদ্ধ বণিতার নয়নের মনি
বিপুল ভোটে নজরুল ইসলাম বাবুর বিজয়ধ্বণি
দুই হাজার চৌদ্দ আর আঠারোর সংসদ নির্বাচন
হ্যাট্টিক বিজয়ে নতুন কাব্য লেখা হয়।
পাঁচ
রাজধানীর উপকণ্ঠে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা
প্রায় সর্বমহলে পরিচিতি পায় আতঙ্কিত জনপদ
সন্ধা হলেও ভয়ে কেউ ঘর থেকে বের হতো না
চার যুগ ধরে চলা ডাকাতি খুন রাহাজানি-
মাইকে পূর্ব ঘোষনা দিয়ে মারামারি-কাটাকাটি
এ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা
উন্নয়নে প্রদীপের নিচে এক অমানিশা অন্ধকার
একের পর এক জনপ্রতিনিধির আগমন বদলে যাবে আঁধার
নিজেদের ভাগ্য ছাড়া বদলায়নি কোনকিছুই,
আখের গুছিয়ে একসময় চলে গেছের শহরে
কেউ কথা রাখেনি-
কথা রেখেছেন সময়কে চেয়ে এগিয়ে থাকা নজরুল ইসলাম বাবু-
২০০৮ সালের উন্নয়নের মশাল নিয়ে আবির্ভূত অসীম সাহসী এই বীর
অশান্ত আড়াইহাজারকে স্বল্প সময়ে করেছেন শান্ত
চব্বিশ ঘন্টা, রাত কি দিন সকলের দুয়ারে দুয়ারে পৌছে সমস্যা সমাধান
এ যেন স্বপ্ন, ধনী-গরীব, উচু-নিচু, হিন্দু-মুসলিম এক কাতারে সবাই আজ
উন্নয়নের ছক এঁকে শুরু হয় বৃহৎ প্রকল্প বাস্তবায়নে বিশাল কর্মযজ্ঞ
‘স্বপ্ন দেখাইনা বাস্তবায়ন করি’ বলেই ক্ষান্ত ছিলোনা
সময়ের সাথে তাল মেলাতে নিয়েছে নানা পরিকল্পনা
কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ
সকল খাতে পরিকল্পিত উদ্যোগ ও কার্যক্রম বাস্তবায়নে
শুরু হয় তাঁর অদম্য পথচলা।
বিশনন্দীতে বাংলাদেশ ফলিত, পুষ্টি ও গষেষণা ইনস্টিটিউট
ঝাউগড়ায় আড়াইহাজার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট
একই জনপদে জাতীয় দুই প্রতিষ্ঠান যেন স্বপ্নের বাস্তবায়ন।
আড়াইহাজার ও গোপালদী পৌরসভা গঠন
নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে নিয়েছে উদ্যোগ।
মানবতার কল্যাণে সর্বদাই নিবেদিত প্রাণ
বলেছিলেন ‘সাদা কাগজের কালো লেখা’
ইহকাল ও পরকালে দিতে পারে সমাধান
আলোর পথযাত্রী পাঠাগার তাঁরই গড়া প্রতিষ্ঠান।
ভাবতেই অবাক লাগে-
দেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল এখন আড়াইহাজারে
দেশ বিদেশের নামী-দামী শিল্পকারখানা আর লাখো মানুষের কর্মসংস্থান-
এ জনপদ অভূতপূর্বভাবে বদলে যাচ্ছে।
গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজসহ নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গঠন
জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে আজ দৃষ্টিনন্দন বহুতল ভবন
বিদ্যালয়গুলো মুখরিত ছাত্র-ছাত্রীদের পদাচরনায়
শিক্ষার হার ছাব্বিশ থেকে আটানব্বই
ডাক্তার, ইঞ্জিনিয়ার, ক্যাডার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের সরকারি চাকুরী
তারই কল্যাণে সুযোগ পেয়েছে অসংখ্য মেধাবী।
মাত্র চৌদ্দ বছরেই কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন বাস্তবায়ন
এ যেন এক বদলে যাওয়া ইতিহাস
গৌরবময় আড়াইহাজারের ইতিহাস
আর এ ইতিহাসের মহানায়ক-
স্বাপ্নিক পুরুষ নজরুল ইসলাম বাবু
যাঁর জিয়ন কাঠির স্পর্শে
আড়াইহাজার আজ সর্বত্রই আলোকিত।
বার বার বলতে ইচ্ছে করে-
‘তুমি জন্মেছিলে বলেই-
পেয়েছি মোরা স্বনির্ভর আড়াইহাজার।
তাই ঝড় বৃষ্টি আঁধার রাতে
আমরা আছি তোমার সাথে।’