তোমার উপমা তুমি
তোমার তুলনাও তুমি
গল্প কবিতা উপন্যাস
তুমিহীন সবই নিরাস।

তুমি পাশে বলেই
কবির কাব্য লেখা
সুর ছন্দে জীবন গাঁথা।

ভালোবাসার বাহুডোরে
নিজেকে সপে দাও
নিরবে নিভৃতে
প্রেরণার দ্যূতি ছড়াও।

তুমি আছো বলেই
কঠিন বিপদে
সাহসী বনে যাই।