দীপ নেভা রাতের অন্ধকার
আর পাখির কিচির মিচির কুজনে
মাঝ রাতের নিরবতা ভাঙে
খানিক তখন বারান্দায় গিয়ে দাঁড়াই
আলসে ঢংয়ে কথা বলি দূরের ছায়া পথে।
এমনি করে কতকাল ভেঙে গেছে ঘুম।
জানিনা নিদ্রাদেবীর কেন এমন নিষ্ঠুর আচরণ?
স্বপ্নপরীরাও আমায় নিচ্ছে না ডেকে
তাদের ঘুমের রাজ্যে ।
নিশীতের কাজল কালো আধার
অজানা এক আতঙ্ক
ভর করছে প্রতিনিয়ত
চোখের জল গড়িয়ে আবার শুকিয়ে যাচ্ছে
কাঁদতে ইচ্ছা করছে,
কিন্তু পারছিনা।
পারছিনা নিজেকে সামলাতে
ঘুমোতে চাই,
আমি একটু ঘুমাতে চাই
শান্তির ঘুম!
নির্ঘূম রাতে নিঃসঙ্গতা
বার বার পেছনে টেনে নিয়ে যায়
দেখছিনা এর কোন মুক্তির উপায়
ওগো শ্রষ্ট্রা,
তোমার কাছে আমি
আজ হয়েছি শরনাপন্ন ।