দু’অক্ষরের এক শব্দ
‘বাবা’
যতবারই শুনি অতৃপ্তি রয়ে যায়
বলতেও যে তাই-

ছোট্ট মেয়ে সম
যখনই ডাক দেয়
বাবা…ও বাবা…
পেছন ফিরে দেখি
জানালায় রড ধরে দাঁড়িয়ে
হাসিমাখা মুখখানি-
বার বার হাত নাড়িয়ে
ডাকছে আমায় অমন করে
আমি বলি ‘মা’
তুমি এমন করছো কেন?
উত্তরে-বার বার হাতছানি
আমার ‘বাবা’ সবার সেরা
‘কলিজায় টান লাগে
এ কথা শুনে-
নেই কোন বায়না
নিমিষেই দূর হয়ে যায়
ভেতরকার হাজারো কষ্ট-যন্ত্রনা।’