পরাধীনতার শিকলে
নিজের ইচ্ছেগুলো বন্দি।
রাগ অনুরাগের সাথে
সংসার জীবনের সন্ধি।
ভালোবাসা আবেগ অনুভূতি
কোথায় যেন হারিয়ে যায়
সংসারের যাতা কলে
নিশ্বাসের পথ খোঁজে বেড়ায়।
দিন শেষে রাত হয়
ঘুম আসে না চোখে
সংসারের হিসাব কষে
মনের ঘূর্ণিপাকে।
জীবন নদীর খেয়া ঘাটে
হিসেব মিলা ভার,
সময় থাকতে হিসেব কর
গেলে সময়, পাবে না আর।