সিয়াম সাধনার মাস শেষে
এলো খুশির ঈদ।
হৃদয়ে তাই উঠলো গেয়ে
‘ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে,
শোন আসমানী তাগিদ।’

আয়রে আমার ‘মম’ ‘সম’
পরবি নতুন সাজ।
বাহারি রঙের সাজ-পোশাকে
সাজবে আরও পাড়ার  ছেলে মেয়ে।
খুশির জোয়ারে ভাসছে তারা
যাচ্ছে ঈদগাহে।

ঈদগাঁহেতে নামায শেষে
সকল বিভেদ ব্যথা ভুলে
ছোট-বড়, ধনী-গরিব
করছে কোলাকুলি।

সবার ঘরে ঈদ বয়ে আনুক
অনাবিল সুখ, সমৃদ্ধি আর
ভেদাভেদহীন হোক সমাজ-পরিবার
এই চাওয়া আমার আপনার সকল জনতার।