স্বপ্ন দেখতে মানা নেই
দেখতেও ভালোবাসে সবাই
স্বপ্ন যে আমার আকাশছোঁয়া
পুরণ পারবো কি করতে?
চেষ্টা করতে দোষ কি তাতে?
স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে
যেন অক্সিজেন দিয়ে
হতাশাকে দূরে ঠেলে
আবেগ নিয়ন্ত্রণ করে।
স্বপ্ন যে আমার আকাশছোঁয়া
স্বপ্নে গড়ি রাজ প্রাসাদ
আমার ঘর আমার সংসার
হাজারো স্বপ্ন নিয়ে বসবাস
এ স্বপ্ন কখন সত্যি হবে?
কে বল তা জানে?
অনুভবে একান্তে নিরজনে
স্বপ্নেই থাকি সুজনে কুজনে
তাইতো কবির দৃঢ়তা-
"যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবে দেখা
দেখা হবে বিজয়ে।"