মাথা উঁচু করা প্রাসাদগুলো
আকাশ ছুঁতে চায়।
দৃষ্টি মেলে দেখি
ছুটছে মানুষ যন্ত্রের মত
ছুটছে টাকার পিছে
কেউ বা খুঁজছে যাদু মন্ত্র।
বুনছে রঙিন স্বপ্ন।
কেউ জানেনা, কেই বুঝতেও চায় না
কিবা তার দুঃখ, কিসের এত যন্ত্রনা
অথচ লক্ষ কোটি মানুষ বসবাসেও
মনটা যে আজ বড়ই ফাঁকা।
সামান্য স্বার্থের কারণে
প্রতিনিয়ত রং বদলায়
ভালোরবাসা যেন উবে যায়
আপনাকে করে সহজেই পর
পরকে করে নেয় আপন
এ এক আজব শহর
নামে তার ঢাকা
আসলে যেন সবই ফাকা।