স্বপ্ন ছিলো তোমার সীমাহীন
বাস্তবায়নে নিজেকে করেছ তুলনাহীন
তাইতো তোমার জন্যে কাঁদছি
এ কান্না থামাছেনা কিছুতেই..

তুমিহীন অভিশপ্ত মোদের জীবন
বিশৃঙ্ক্ষলা আশা নিরাশার দোলাচলে
ভয়ানক আতঙ্কে কাটছে প্রতিক্ষণ।
গভীর রাতে মমতার পরশে এখন
ঘুম ভাঙ্গিয়ে জানতে চায়নি কেউ!
কেমন আছো, কোন সমস্যা?
মনের দুঃখ কষ্ট বেদনা-
মিটিয়েছো চাওয়ারও আগে
তুমিতো অন্তরযামী
তুমি বীর উন্নত মম শির
মহাকাব্যের মহানায়ক তুমি
আমাদের আবেগ অনুভূতি।

তুমিহীন আকাশ আধার কালো অন্ধকার
পাখিরাও গান ছেড়ে
নীরব নিস্তব্দ অনশনে
তুমি কখন ফিরবে!
ধানসিড়ির এই বুকে
একটুও যেন তর সইছেনা
প্রহর গুনছে সবাই
এ আকাশ, এ মাটির প্রতিটি ধুলিকণা
বাতাস দোলে অনুভবের হাতছানি দেয়
প্রতিক্ষণে ডাকছে তোমায়।

হে প্রভু, দয়ার সাগর
তোমার কাছেই ফরিয়াদ
বটবৃক্ষকে সর্বদা সুস্থ রেখো
ভালোবাসার চাদরে
অশুভ ছায়া থেকে রেখো দূরে ।