অবেলায় হারিয়ে ফেলা
এক প্রাণোচ্ছল পুরুষ
নূর মোহাম্মদ স্যার
ক্ষণিকের পরিচয়েই
আপন করে নেয়ার
অসাধারণ গুণ ছিলো তাঁর!
তাইতো,
ছাব্বিশ জুলাই এলে
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি তাঁকে
কেন জানি,
মনের গহীনে প্রশ্নরা এসে ভীড় জমায়
ঝড়ের পাখির মত
যদি চলেই যাবে না ফেরার দেশে
কেনইবা এতো কাছে টেনে নিলে?
কতো কথা, কতো আশা ভালোবাসার
চিরায়ত স্বপ্নে হৃদয়ে করিলে ধারণ
অথচ,আঁধার কালো লগ্ন লুকিয়ে ছিল
আসন্ন সংকটে বুঝতেই দিলেনা
চলে গেলে,
ব্যথার ভারটুকু রেখে গেলে
কতোনা যতনে মমতায় আর প্রীতির বন্ধনে।
এই যদি হয় বিধির বিধান
তবে, তোমার স্মৃতিগুলো আঁকড়ে ধরে
স্মরণ করিব আজীবন।
(কবি নূর মোহাম্মদ স্যার ২৬ জুলাই ২০২১ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। কবিতাটি প্রয়াত এ কবিকে উৎসর্গ করে লেখা)