আজকের এই বিশেষ দিনে
হিম শীতল বার্তা নিয়ে তুমি এলে
যেন অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ হয়ে,
সদ্য ফোটা শিমুল পলাশের পুষ্পদলে
তুমি এলে রক্তিম ডালিয়া ফুলের সৌন্দর্য ছুঁয়ে।
আজ এই বিশেষ দিনে
অজানার দুটি মনের মহামিলনে শুভ পরিণয়
নিয়েছিলার শপথ, সুখে-দুঃখে থাকবো আজীবন।
বহু ঝড় ঝাপটা উপেক্ষা করে, আজো অবিচল!
এভাবেই কেটে গেছে চৌদ্দটি বছর
কঠিন শৃক্সক্ষলাকে হেলায় ঠেলে এখনো সচল।
আমার জীবনে এই দিনটি অতি মূল্যবান
যা আমি গভীরভাবে মূল্যায়ন করি
সে কেবল শুধু তোমারই জন্য।
তোমার মমতা, তোমার ভালোবাসায়
পরিবারটিকে করেছে সুখী, করেছে সমৃদ্ধ।
তোমার ত্যাগের মহীমায় উজ্জল আমাদের জীবন
তোমার স্পর্শে জেগে ওঠে অবুঝ স্বপ্ন
যখন মনে হয় তুমি আছো পাশে
আমার পৃথিবীটা সত্যিই খুব সুন্দর হয়ে যায়।
আজ এই বিশেষে দিনে
তোমাকে দেবার মতো তেমন কিছু নেই
যা কিছু আছে তা অতি নগন্য...!!
আছে তোমাকে নিয়ে আমার কিছু অসমাপ্ত কবিতা-
যার নাম দেওয়া হয়নি আজো-
নীল চিরকুটে তোমায় ভেবে লেখা আমার অব্যক্ত কথা,
কিছু দুপুর ভর্তি নিরবতা।
তবু চাইলেই দিতে পারি তোমায়-
দু'আঙুলে জড়ানো প্রেম, মুঠো ভর্তি স্বপ্ন-
আর সুপ্ত কিছু অনুভূতি।