হয়তো দামী বাসা নয়, নয় দামী গাড়ি,
নয় দামী আসবাব, নয় টাকা কাড়ি।
আছে শুধু স্নেহ মায়া, আছে বিশ্বাস;
এতেই নাকি চলবে তার, নিতে চায় নিশ্বাস।
নেই কাজের কোন লোক, নেই হেলপার
একা একাই চলে তার, সুখ দুঃখের সংসার।
হাত তার কেটে গেল, দাড়ালো এক দা এ
সারাক্ষণ চিল্লায়, কাটা এই গা এ।
তবু নাকি লাগবেনা, কাউকেই তার
একা একাই চলবে তার, সুখ: দুখের সংসার।
মেয়ে একটা আছে তার, দুষ্টুমির সেরা
অভিযোগ নাই কোন, নাই কোন প্যারা।
অভিমান অভিযোগ আছে যত তার
এক্টুখানী আহ্লাদেই সব ভেঙে চুরমার।
শুধু একটু স্নেহ মায়া, এই চাওয়া তার
এতেই নাকি চলবে তার, সুখ দুঃখের সংসার।