ভালোবাসা যদি চাও, তারে তব বলে দাও-তুমি কার?

প্রনয় মিলনে বিরহের ধারা, প্রাত সন্ধ্যায় মত্ত মাতোয়ারা।
অভিলাষ অভিযোগ যত ছিল তার, নিমিষেই ভেঙ্গে হলো সব চুরমার।
অযত্ন অবহেলার ব্যথিত প্রানে, সুগভীর ভালবাসার বিমুগ্ধ ঘ্রাণে।

হয়তো অনুরাগের, হয়তো আবেগের
এ আমার অনুনয় নিয়তির খেয়ালে
যতই ক্লান্তি আসুক পথ যেতে যেয়ে
মায়াময় মুখখানা হৃদয়ে আছে ছেয়ে।

হয়তো কখনো ধূপধোয়া আকাশে
মেঘের পলকে একটুখানি হাসিতে
তোমার-আমার ঐ সন্ধি সমীরণে।

হয়তো মিছিমিছি আকুলতার খেলা
হয়তো এমনি মিলনের মেলা।
চন্দ্রাচোখের কোনায় ছিল নিশি রাতের ছবি
ভর পুর্নিমায় ডাক দিয়েছে আমার আছে সবি।

হয়তোবা কখনো মায়াবনে ডেকে
চুপটি করে কানে কানে
বলে দিও তবু- তোমার-আমার ঐ সন্ধি সমীরণে।

ভালোবাসা যদি চাও, তারে তব বলে দাও-তুমি কার?